
লাইসেন্সবিহীন ট্র্যাকিং ! সুবিধা নাকি বিরাট ঝুঁকি ?
লাইসেন্সবিহীন ট্র্যাকিং সেবার ফলে অপরাধীরা সহজে ট্র্যাকিং কোম্পানি খুলে গাড়ি ও মালিকের অবস্থান-ডেটা দিয়ে চুরি, ছিনতাই বা নজরদারি চালাতে পারে। ব্যক্তিগত চলাফেরা ও রুট-তথ্য অনিরাপদ হওয়ায় গোপনীয়তা ও ডাটা লঙ্ঘনের ঝুঁকি বাড়ে; হ্যাকিং বা তৃতীয় পক্ষকে বিক্রিও ঘটতে পারে। আইন প্রয়োগকারী সংস্থার অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমে প্রতিবন্ধকতা তৈরি হয়, দেশের গোয়েন্দা ও সামরিক গোপনীয়তার হুমকি দেখা দেয়, এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে। অনিয়ন্ত্রিত বাজারে নিম্নমানের ডিভাইস, বিশ্বাসঘাতকতা ও টেলিকম একচেটিয়া ভঙ্গির কারণে স্থানীয় উদ্যোক্তা ও সরকারের তদারকি-রাজস্ব ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং লাইসেন্সিং একান্তই প্রয়োজনীয় — এটি নিরাপত্তা, গোপনীয়তা, বিশ্বাসযোগ্যতা ও দায়বদ্ধতা নিশ্চিত করে।