
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সম্প্রতি অবৈধ জিপিএস ট্র্যাকিং পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান শুরু করেছে; ফলে বিপাকে পড়েছেন লক্ষ লক্ষ জিপিএস ব্যবহারকারী।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সম্প্রতি অবৈধ জিপিএস ট্র্যাকিং পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান শুরু করেছে; ফলে বিপাকে পড়েছেন লক্ষ লক্ষ জিপিএস ব্যবহারকারী।
একটা ছোট উদাহরণ দিয়ে শুরু করি, আপনি একটা মোটরবাইক কিনলেন। সেটা কিন্তু রেগুলার সার্ভিসিং এ রাখতে হয়। মেইনটেন্যান্স করতে হয়। আপনি একবার একটা বাইক কিনে আনলেন তারপর সারাজীবন শুধু ফুয়েল লোড করবেন এবং ব্যবহার করবেন এমনটা কিন্তু হয় না। জিপিএস ট্র্যাকিং সার্ভিসটাও অল অ্যাবাউট সার্ভিস।
গাড়ির সুরক্ষায় GPS ট্র্যাকিং এখন ভরসার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। দেশের ১ম সারির গাড়ির ট্র্যাকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ফাইন্ডারের সহায়তায় শুধুমাত্র ২০২৪ সালেই উদ্ধার হয়েছে প্রায় ২৫+ গাড়ি। শুধু চুরি প্রতিরোধেই যে ট্র্যাকিং ডিভাইসগুলো কাজ করছে তা কিন্তু না। গাড়ির লাইভ ট্র্যাকিং, মাইলেজ হিসাব, ফুয়েল হিসাব সবকিছু পাওয়া যাচ্ছে হাতের কাছে। যা গাড়ির খরচ কমাতেও সাহায্য করছে। বাজারে ট্র্যাকিং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো পাল্লা দিয়ে ফিচার আপডেটের কাজ করে যাচ্ছে। ২০২৫ সাল নাগাদ প্রযুক্তিগত অগ্রগতির ফলে গাড়ি ট্র্যাকিং সেবা আরও নিরাপদ, কার্যকর এবং স্মার্ট হয়ে উঠবে।
শহর কিংবা গ্রামে, চলাচলের সহজ ব্যবহারযোগ্য যান হিসেবে মোটরসাইকেলের ব্যবহার লক্ষ্য করা যায়। যানজট এড়ানো, সময়ের অপচয় রোধ এবং জ্বালানি সাশ্রয়ের কারণে এই দ্রুত গতির দু চাকার যানটি অনেকের পছন্দের। তবে মোটরসাইকেল চুরি একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এক্ষেত্রে জিপিএস(GPS) ট্র্যাকার সুরক্ষার ক্ষেত্রে দারুণ কার্যকরী ভূমিকা রাখে। এটি শুধু চুরির ঝুঁকি কমায় না বরং মোটরসাইকেলের অবস্থান জানাতে সাহায্য করে। সেক্ষেত্রে অবশ্যই ভালো মানের জিপিএস ট্র্যাকার ব্যবহার করা উচিৎ। নাহয় বাজারের নিম্নমানের জিপিএস(GPS) ট্র্যাকার ব্যবহারে সুরক্ষা বাড়ানোর বদলে বরং গাড়ির জন্য বিপজ্জনক হতে পারে।
শীতে গাড়ির যত্নে ৫টি জরুরি টিপস উত্তরের হাওয়ার দাপট বেড়েই চলেছে; সেই সাথে বেড়েছে শীতের প্রকোপ। হাড় কাঁপানো শীত থেকে বাঁচতে সকলেরই চাই বাড়তি যত্ন। শীতকালে বাতাসে ধুলো-বালির পরিমাণ বেড়ে যায়। তাই এ সময় শরীরের পাশাপাশি আপনার প্রিয় গাড়িটিরও নিতে হবে বাড়তি যত্ন। শীতে গাড়ির যত্নে অতি গুরুত্বপূর্ণ ৫টি টিপস নিচে তুলে ধরা হলো।
রাজধানীতে সরকারি অনুমোদন ছাড়াই জিপিএস ট্র্যাকার, ট্রেসলক জিপিএস ট্র্যাকার, মোটোলক রিমোর্ট ও ফ্রিকোয়েন্সি যন্ত্রসামগ্রীসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। মিরপুর মডেল ও শেরেবাংলা নগর এলাকায় দুইটি পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।
Another long successful meeting and discussion with all the members (17) of the Proposed Vehicle Tracking Association (VTSPAB) at BDCOM office. Thank you everyone for joining and actively participating today. Meeting was scheduled from 1pm to 3pm, but ended upto 6pm 🙂
Facilitation meeting to develop the Vehicle Tracking Ecosystem with the Regulator. Raising awareness and putting clarity on the business. 1st time ever the whole VTS industry sitting with BTRC in a single table. Changes will come in near future for this industry for sure !!! Requesting other licensed VTS companies to contact us asap who haven’t joined us yet.